পুরোনো সিলেবাসেই হবে ডব্লুবিসিএস পরীক্ষা

331
0
WBCS 2024 Important Updates

চলতি বছরে পুরনো সিলেবাসেই হবে ডব্লুবিসিএস পরীক্ষা। WBCS 2024 Important Updates

২০২৫ সালে পাঠ্যসূচি পরিবর্তন করা হবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

রাজ্য়ে মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ

পিএসসির নির্দেশিকায় জানানো হয়েছে ২০১৪-র ২৭ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তির (নোটিফিকেশন নম্বর ৪৩৭-পিএআর ডব্লুবিসিএস/ওয়ান ডি-৩৮৯/১৩) নিরিখে যে পরীক্ষা নেওয়া হবে,

তা পুরনো সিলেবাসে হবে। অর্থাৎ এ বছরের পরীক্ষা হবে পুরনো সিলেবাসেই। ২০২৫ সালে যে পরীক্ষা হবে সা নতুন সিলেবাসে দিতে হবে প্রার্থীদের।

নতুন সিলেবাসে কী কী থাকছে তা ইতিমধ্যেই পিএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

নতুন সিলেবাস দেখা যাবে https://psc.wb.gov.in/ ওয়েবসাইটে। WBCS 2024 Important Updates

নোটিসটি দেখতে ক্লিক করুন

বিধাননগর পুরসভায় কর্মী নিয়োগ

আইটিবিপিতে কনস্টেবল নিয়োগ