Site icon জীবিকা দিশারী

ডব্লুবিসিএস পার্সোন্যালিটি টেস্ট

WBPSC Clerkship Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিকিউটিভ ২০১৯) পরীক্ষার গ্রুপ ডি পদের পার্সোন্যালিটি টেস্ট হবে আগামী ১৩ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে (wbcs personality test)।

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি নোটিস জারি করে পার্সোন্যালিটি টেস্টের তারিখ জানানো হয়েছে।

পার্সোন্যালিটি টেস্টের জন্য বাছাই প্রার্থীদের নামের তালিকা www.wbpsc.gov.in ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

পার্সোন্যালিটি টেস্টের জন্য কললেটার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে (wbcs personality test)।

 

Exit mobile version