রাজ্য সিভিল সার্ভিসের ‘বি’ ও ‘সি’ গ্রুপের ফল

997
0
wbpsc exam postponed

রাজ্য সিভিল সার্ভিস (এগজিঃ) এটসেট্রা এগজামিনেশন ২০১৭-র গ্রুপ-সি সার্ভিস ও পদগুলির পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ব্যাচে-ব্যাচে (২টি বোর্ডে) ভাগ করে পার্সোন্যালিটি টেস্টের তারিখ-সময় (২৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর) ঘোষিত হয়েছে। কললেটার ডাউনলোড করে নিতে হবে এই লিঙ্ক থেকে: www.pscwbonline.gov.in

নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পার্সোন্যালিটি টেস্টের তারিখ-সময় দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2661189

ওই পরীক্ষারই গ্রুপ-বি সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল পুলিস সার্ভিসের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগের জন্য সংশকিষ্ট দপ্তরে সুপারিশ করে পাঠানো প্রার্থীদের তালিকাও প্রকাশিত হয়েছে (No : A- 129 -P.S.C.(A) Dated : The 25th September,2018)। কমিশনের পক্ষ থেকে কাউকে আলাদা করে কোনো চিঠি দিয়ে জানানো হবে না। প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2661188