রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে কর্মী নিয়োগ

266
0
WBERC Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনে কনসালটেন্ট (ফিনান্স) পদে কর্মী নিয়োগ করা হবে। WBERC Recruitment 2024

যোগ্যতাঃ ব্যাচেলর ডিগ্রি সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস/ কস্ট অ্যাকাউন্টস/ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে মেম্বারশিপ থাকতে হবে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ১০০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ২৫ নভেম্বর ২০২৪ তারিখ বিকেল ৫টার মধ্যে পৌঁছতে হবে

The Secretary, WBERC, Plot No: AH/5 (2nd& 4th Floor) premises No. MAR 16-1111, Action Area-1A, New Town, Rajarhat, Kolkata- 700163 ঠিকানায়। WBERC Recruitment 2024

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার তারিখ ঘোষণা