জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু

1367
0
SSC CHSL Exam Date

রাজ্যের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ আর্কিটেকচার/ ফার্মাসি কলেজগুলি বা ইনস্টিটিউশনগুলিতে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে (WBJEE 2022)।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লুবিজেইই-২০২২) হবে আগামী ২৩ এপ্রিল ২০২২ তারিখ।

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং: ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি বা বায়োলজি বা বায়োটেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন

বা টেকনিক্যাল ভোকেশনাল বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ। তিনটি বিষয়ে মোট অন্তত ৪৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

ফার্মাসি: ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বা বায়োলজির মধ্যে যে কোনও একটি বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ।

তিনটি বিষয়ে মোট অন্তত ৪৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

মেরিন ইঞ্জিনিয়ারিং: ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সহ উচ্চমাধ্যমিক পাশ। তিনটি বিষয়ে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

এর পাশাপাশি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

আর্কিটেকচার: ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স-সহ উচ্চমাধ্যমিক পাশ।

উচ্চমাধ্যমিকে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং কাউন্সিল অব আর্কিটেকচার দ্বারা

পরিচালিত `ন্যাশনাল অ্যপ্টিটিউড টেস্ট ইন আর্কিটেকচার’ পরীক্ষা পাশ করে থাকতে হবে।

সবকটি বিষয়ের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন।

বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে অন্তত ১৭ বছর, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।

আবেদনের ফি: ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ ও ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। ১৮ এপ্রিল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে (WBJEE 2022)।

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

জয়েন্ট এন্ট্রান্সের বুলেটিন ডাউনলোড করতে ক্লিক করুন