রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ

185
0
WBJEE Result 2024
Courtesy: Hindustan Times

রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাসিত হল। প্রথম হলেন বাঁকুড়ার কিংশুক পাত্র। জয়েন্টের শুধু তালিকাতেই নয় একেবারে প্রথম স্থানে নিজের নাম রাখতে পেরেছে কিংশুক।

সে আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৪৯২, তার মধ্যে ৭৫২২৫ ছাত্র এবং ৩৪৪৬৭ ছাত্রী।

উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩।

WBJEE Result 2024