মাধ্যমিক যোগ্যতায় কলকাতা পুরসভায় নিয়োগ

4060
0
wbmsc recruitment

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাব-ওভারসিয়ার পদে ৭৫ জন নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১২/ ২০২২।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় ১০০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, পরীক্ষার সময় ২ ঘণ্টা।

আবেদনের ফি: ২০০ টাকা (আবেদনের ফি ১৫০ টাকা+ প্রসেসিং চার্জ ৫০ টাকা)।

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, প্রসেসিং চার্জ বাবদ শুধুমাত্র ৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে নিয়োগ