রাজ্য পুলিশে ১০২৫৫ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

1667
0
WBP Constable Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল পুলিশে ১০২৫৫ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে। WBP Constable Recruitment 2024

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাঃ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাশ বা সমতুল।

বাংলা ভাষা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং এবং কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানার বিষয়টি প্রযোজ্য নয়)।

মাধ্যমিক যোগ্যতায় কলকাতা পুলিশে কনস্টেবল

শারীরিক মাপজোকঃ পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৭ সেমি, ওজন ৫৭ কেজি, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮-৮৩ সেমি।

গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেমি, ওজন ৫৩ কেজি,

বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬-৮১ সেমি।

মহিলা প্রার্থীদের উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি।

গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি, ওজন ৪৫ কেজি।

তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৩ সেমি, ওজন ৫২ কেজি।

গোর্খা, গারওয়ালি, রাজবংশী ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে উত্তরা ১৫৫ সেমি, ওজন ৪৮ কেজি।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ, মেডিক্যাল টেস্ট এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস।

ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ

আবেদনের ফিঃ ১৭০ টাকা (আবেদনের ফি ১৫০+ প্রসেসিং ফি ২০)। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না,

প্রসেসিং ফি বাবদ ২০ টাকা দিতে হবে। অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://prb.wb.gov.in অথবা  www.wbpolice.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ এপ্রিল ২০২৪ তারিখ রাত ২৩.৫৯ মিনিট পর্যন্ত।

WBP Constable Recruitment 2024

 নোটিসটি দেখতে ক্লিক করুন