Site icon জীবিকা দিশারী

রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় ১৪২০ লেডি কনস্টেবল নিয়োগ

lady constable final result

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেডি কনস্টেবল (WBP Lady Constable, 2023) পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৪২০ টি  শূন্যপদে নিয়োগ করা হবে।

যোগ্যতা :

১) আবেদনকারীকে WBBSE বা সমতুল বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২) আবেদনকারীকে বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

৩) আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৬০ সেমি এবং ওজন হতে হবে ৪৯ কেজি।  (গোর্খা, গাড়োয়াল, রাজবংশী ও তফসিলি উপজাতিদের জন্য ১৫২ সেমি ও ৪৫ কেজি)

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি :

১) ২৩ এপ্রিল, ২০২৩ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ২২ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।

২) সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭০ টাকা (১৫০ টাকা আবেদন ফি + ২০ টাকা প্রসেসিং ফি)।  বাকি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা।

৩) আবেদনকারীদের ১০-৫০ কেবির মধ্যে নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং ৫ – ২০ কেবি সাইজের নিজের স্বাক্ষরের স্ক্যান কপি আপডেট করতে হবে।

৪) ২৬ মে, ২০২৩ থেকে ১ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন পত্রের ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে।

৫) একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন। একের বেশি আবেদন করলে সেই আবেদন বাতিল বলে গ্রাহ্য হবে।

পরীক্ষা পদ্ধতি : প্রার্থীদের ৫ টি ভাগে পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রথম : প্রিলিমিনারি টেস্ট – ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা (জেনারেল অ্যাওয়ার্নেস ও জেনারেল নলেজ ৪০ নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স ৩০ নম্বর, রিজনিং ৩০ নম্বর)

দ্বিতীয় : ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট – প্রিলিমিনারি উত্তীর্ন প্রার্থীদের প্রার্থীদের শারীরিক মাপজোক পরীক্ষা নেওয়া হবে।

তৃতীয় : শারীরিক মাপজোক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। ৪ মিনিট ও ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড়ে উত্তীর্ণ হতে হবে।

চতুর্থ : ফাইনাল লিখিত পরীক্ষা – ৮৫ নম্বর, সময় এক ঘণ্টা (জেনারেল অ্যাওয়ার্নেস ও জেনারেল নলেজ ২৫ নম্বর, ইংলিশ ১০ নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স ২৫ নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস ২৫ নম্বর)

পঞ্চম : ইন্টারভিউ (১৫ নম্বর)

বিস্তারিত বিজ্ঞপ্তি সহ যাবতীয় তথ্য দেখে নেওয়া যাবে https://www.wbpolice.gov.in/ ওয়েবসাইট থেকে।

 

অনলাইন আবেদন শুরু হবে         : ৩ এপ্রিল, ২০২৩ – ৩ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।

অনলাইন ফি পেমেন্ট করা যাবে    : ৪ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত। 

অফলাইনের জন্য চালান ডাউনলোড : ৪ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত।

চালানের মাধ্যমে আবেদন ফি জমা     : ৫ মে, ২০২৩ তারিখ পর্যন্ত

বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক – WBP Lady Constable Notice

Exit mobile version