ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেডি কনস্টেবল (WBP Lady Constable, 2023) পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৪২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যোগ্যতা :
১) আবেদনকারীকে WBBSE বা সমতুল বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২) আবেদনকারীকে বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।
৩) আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৬০ সেমি এবং ওজন হতে হবে ৪৯ কেজি। (গোর্খা, গাড়োয়াল, রাজবংশী ও তফসিলি উপজাতিদের জন্য ১৫২ সেমি ও ৪৫ কেজি)
বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি :
১) ২৩ এপ্রিল, ২০২৩ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ২২ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।
২) সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭০ টাকা (১৫০ টাকা আবেদন ফি + ২০ টাকা প্রসেসিং ফি)। বাকি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা।
৩) আবেদনকারীদের ১০-৫০ কেবির মধ্যে নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং ৫ – ২০ কেবি সাইজের নিজের স্বাক্ষরের স্ক্যান কপি আপডেট করতে হবে।
৪) ২৬ মে, ২০২৩ থেকে ১ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন পত্রের ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে।
৫) একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন। একের বেশি আবেদন করলে সেই আবেদন বাতিল বলে গ্রাহ্য হবে।
পরীক্ষা পদ্ধতি : প্রার্থীদের ৫ টি ভাগে পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রথম : প্রিলিমিনারি টেস্ট – ১০০ নম্বর, সময় ১ ঘণ্টা (জেনারেল অ্যাওয়ার্নেস ও জেনারেল নলেজ ৪০ নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স ৩০ নম্বর, রিজনিং ৩০ নম্বর)
দ্বিতীয় : ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট – প্রিলিমিনারি উত্তীর্ন প্রার্থীদের প্রার্থীদের শারীরিক মাপজোক পরীক্ষা নেওয়া হবে।
তৃতীয় : শারীরিক মাপজোক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। ৪ মিনিট ও ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড়ে উত্তীর্ণ হতে হবে।
চতুর্থ : ফাইনাল লিখিত পরীক্ষা – ৮৫ নম্বর, সময় এক ঘণ্টা (জেনারেল অ্যাওয়ার্নেস ও জেনারেল নলেজ ২৫ নম্বর, ইংলিশ ১০ নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স ২৫ নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস ২৫ নম্বর)
পঞ্চম : ইন্টারভিউ (১৫ নম্বর)
বিস্তারিত বিজ্ঞপ্তি সহ যাবতীয় তথ্য দেখে নেওয়া যাবে https://www.wbpolice.gov.in/ ওয়েবসাইট থেকে।
অনলাইন আবেদন শুরু হবে : ৩ এপ্রিল, ২০২৩ – ৩ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।
অনলাইন ফি পেমেন্ট করা যাবে : ৪ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত।
অফলাইনের জন্য চালান ডাউনলোড : ৪ মে, ২০২৩ তারিখ রাত ১১টা পর্যন্ত।
চালানের মাধ্যমে আবেদন ফি জমা : ৫ মে, ২০২৩ তারিখ পর্যন্ত ।
বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক – WBP Lady Constable Notice