রাজ্য বিদ্যুতে নিয়োগ

1849
0
WBPDCL Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে ৬ জন নিয়োগ করা হবে (wbpdcl job)।

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: WBPDCL/Recruitment/2022/03. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

এই মুহূর্তে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরবর্তীকালে কোম্পানি প্রয়োজন মনে করলে চুক্তির মেয়াদ বাড়াতে পারে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের পূর্ণ সময়ের বিই/বিটেক/ইন্টিগ্রেটেড এমটেক/

ডুয়াল ডিগ্রি বিটেক-এমটেক/ বিএসসি-বিটেক/ ল্যাটরাল এন্ট্রি প্রোগ্রাম বিটেক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৬৩০০০ টাকা।

শূন্যপদের বিন্যাস: ৬ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ বছর।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: পার্সোনাল ইন্টরভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত (wbpdcl job)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন