Site icon জীবিকা দিশারী

রাজ্যবিদ্যুতে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

WBPDCL Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলেপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (ডব্লুবিপিডিসিএল) ৬০ জন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী(wbpdcl recruitment 2022)।

শূন্যপদ: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট): মেকানিক্যাল: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

ইলেক্ট্রিক্যাল: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৫ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং): মেকানিক্যাল: ১৩ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ১)।

ইলেক্ট্রিক্যাল: ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১)।

শিক্ষাগত যোগ্যতা: টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট): এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ মাইনিং ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা): ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশনে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

বয়সসীমা: ১ জুন ২০২২ তারিখের হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে

এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

গ্রামীণ ব্যাঙ্কে ৮১০৬ অফিসার, অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১২ মাস। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৯০০০ টাকা

এবং ডিপ্লোমা অ্যাপ্রেনিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ জুন ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (wbpdcl recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version