রাজ্যবিদ্যুতে অ্যাপ্রেন্টিস

1192
0
Current Affairs 1st May

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ৬০টি শূন্যপদে গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। WBPDCL Recruitment 2023

বিজ্ঞপ্তি নম্বর: WBPDCL/Apprentice/2023/01.

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল: ১২, ইলেক্ট্রিক্যাল: ১০, ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৫, মাইনিং: ৩।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল: ১৩, ইলেক্ট্রিক্যাল: ১০, ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৭।

যোগ্যতা: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশনল/ মাইনিং

ট্রেডে চার বছরের পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি। এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউ থেকে পাশ করে থাকতে হবে।

 কলকাতা পুরসভায় কাজের সুযোগ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশেনে তিন বছরের পূর্ণ সময়েক ডিপ্লোমা।

এআইসিটিই বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত কোনো ইনস্টিটিউ থেকে পাশ করে থাকতে হবে।

 ব্যাঙ্কে ৩০৪৯ প্রবেশনারি অফিসার নিয়োগ

বয়স: ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে এবং গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা

এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

প্রার্থীকে প্রথমে www.mhrdnats.gov.in  ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। WBPDCL Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন