ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ৬০টি শূন্যপদে গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। WBPDCL Recruitment 2023
বিজ্ঞপ্তি নম্বর: WBPDCL/Apprentice/2023/01.
ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল: ১২, ইলেক্ট্রিক্যাল: ১০, ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৫, মাইনিং: ৩।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল: ১৩, ইলেক্ট্রিক্যাল: ১০, ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স: ৭।
যোগ্যতা: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং: গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশনল/ মাইনিং
ট্রেডে চার বছরের পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি। এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউ থেকে পাশ করে থাকতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশেনে তিন বছরের পূর্ণ সময়েক ডিপ্লোমা।
এআইসিটিই বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত কোনো ইনস্টিটিউ থেকে পাশ করে থাকতে হবে।
ব্যাঙ্কে ৩০৪৯ প্রবেশনারি অফিসার নিয়োগ
বয়স: ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে এবং গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই ১ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা
এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ২১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।
প্রার্থীকে প্রথমে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। WBPDCL Recruitment 2023