রাজ্য বিদ্যুতে কর্মী নিয়োগ

857
0
WBPDCL Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, WBPDCL Recruitment 2023

সার্ভেয়ার, ওভারম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) পদে ৭৬ জন নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট নোটিফিরেশন নম্বর: WBPDCL/Recruitment/2023/08.

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার: ৪৬, ওয়েলফেয়ার অফিসার: ১, সার্ভেয়ার: ৭, ওভারম্যান: ১৮, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ২। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২।

ইউকো ব্যাঙ্কে অফিসার নিয়োগ

বেতন: অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার এবং ওয়েলফেয়ার অফিসার পদে প্রতি মাসে ৬৩০০০ টাকা। সার্ভেয়ার, ওভারম্যান, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল) পদে বেতন ৪১০০০ টাকা।

বয়স: ১ নভেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

নর্দার্ন রেলে অ্যাপ্রেন্টিস

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

WBPDCL Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন