রাজ্যের ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দপ্তরে ৭ জন জিও-হাইড্রোলজিক্যাল/ জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।
শূন্যপদ: ৭ (অসংরক্ষিত ২, ওবিসি এ ১, ওবিসি বি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)।
বেতনক্রম: লেভেল ১১ অনুযায়ী ৩৩৪০০-৮৬১০০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিওলজি বা অ্যাপ্লায়েড জিওলজিতে সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি বা মাস্টার ডিগ্রি বা সমতুল। বাংলা ভাষায় বলতে, পড়তে ও লিখতে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৯ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
ফি: ১৬০ টাকা সঙ্গে ব্যাঙ্ক চার্জ ও জিএসটি। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৬ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
https://wbpsc.gov.in/Download?param1=Cur_20201207134104_AdvtNo_16_2020Geo_Hydrological_GeologicalAssistant.pdf¶m2=advertisement লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন।
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল