রাজ্যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগ ৫০ পদে

3870
0
PSC Audit & Accounts

ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস নিয়োগ পরীক্ষা ২০২০-র মাধ্যমে রাজ্যের অর্থ দপ্তরে ৫০টি পদে নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৭/২০২০৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন৷
শূন্যপদ: ৫০ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৩, ওবিসি এ ৫, ওবিসি বি ৪, শারীরিক প্রতিবন্ধী ২)৷
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ব্যাচেলর ডিগ্রি অথবা এমবিএ/ পিজিডিএম (ফিনান্স) অথবা ফিনান্সে সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া/ ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার সদস্য হতে হবে৷
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর৷ রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে, প্রিলিমিনারি ও মেইন৷ পরীক্ষার ধরন ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে পিএসসির ওয়েবসাইট থেকে৷
আবেদনের ফি: ২১০ টাকা সঙ্গে সার্ভিস চার্জ ও জিএসটি৷ পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷
আবেদনের পদ্ধতি: http://www.wbpsc.gov.inওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত৷ আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ০৩৩ ২৪১৯-৮১৮৫ নম্বরে ফোন কররতে পারেন যে-কোনো কাজের দিন সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত৷ অফলাইন পেমেন্ট সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ০৩৩২২৬২-৪১৮১ নম্বর ও অনলাইন পেমেন্ট সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে ০৩৩৪০০৩-৫১০৪ নম্বরে ফোন করতে পারেন৷

https://wbpsc.gov.in/Download?param1=Cur_20201209114222_ADVT172020schemesyllabus.pdf&param2=advertisement লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল