রাজ্যের শিক্ষা দপ্তরে ৮ অধ্যক্ষ নিয়োগ

1368
0
wbpsc exam postponed

রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন চিটার্স ট্রেনিং কলেজে (বিএড/ এমএড প্রোগ্রাম) ৮ জন অধ্যক্ষ নিয়োগ করা হবে৷

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন৷ বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০২১৷

শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতনক্রম: প্রিন্সিপাল (গভর্নমেন্ট চিটার্স ট্রেনিং কলেজ বিএড/ এমএড প্রোগ্রাম): শূন্যপদ ৫ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি বি ১)৷

যোগ্যতা: ১. ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি, ২. ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএড৷ বয়স: ১ জানুয়ারি ২০২১১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷ বেতন: লেভেল ১৪ অনুযায়ী ১৪৪২০০-২১৮২০০ টাকা৷

প্রিন্সিপাল (গভর্নমেন্ট চিটর্স ট্রেনিং কলেজ বিপিএড/ এমপিএড প্রোগ্রাম), শূন্যপদ ৩,

যোগ্যতা: ১. ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি, ২. ফিজিক্যাল এডুকেশনে পিএইচডি ডিগ্রি বা সমতুল, ৩. ফিজিক্যাল এডুকেশন বিষয়ে দশ বছরের কাজের অভিজ্ঞতা৷

বয়স: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০-৫৫ বছরের মধ্যে৷ বেতন: লেভেল ১৪ অনুযায়ী ১৪৪২০০-২১৮২০০ টাকা৷

সবক্ষেত্রেই বাংলা বলতে, পড়তে ও কথা বলতে জানতে হবে, নেপালীভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়৷
এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন৷
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ২১০ টাকা  সঙ্গে সার্ভিস চার্জ৷ পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷

https://drive.google.com/file/d/1_YGxqNWX7GqsD9oQYGzoL9s37HKKEArK/view লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল