BREAKING : প্রকাশিত হল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল

2704
0
wbpsc result out

প্রকাশিত হল রাজ্য পিএসসি ক্লার্কশিপ ( PSC Clerkship ) পরীক্ষার ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি নম্বর ০৫/২০১৯ অনুযায়ী ক্লার্কশিপ পরীক্ষার ফল প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন (wbpsc)।

মোট ৬,৮৬২ টি সফল প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে। পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষার ভিত্তিতে সফল প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তার আগে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে অনলাইনে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে অনলাইনে ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করতে হবে। আপলোড সংক্রান্ত বিস্তারিত ২৭ সেপ্টেম্বর জানিয়ে দেওয়া হবে।

ফলাফল দেখার লিঙ্কক্লিক করুন এখানে