ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস মেইন পরীক্ষা- ২০২০ (বিজ্ঞপ্তি নম্বর: ১৭/২০২০)।
পরীক্ষা হবে ১৫ মার্চ থেকে ২৩ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত (১৮, ১৯ এবং ২০ মার্চ কোনো পরীক্ষা থাকবে না)।
www.wbpsc.gov.in ওয়েবসাইট থেকে আগামী ৩ মার্চ থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ১৫ মার্চের পেপারে থাকবে ইংলিশ এসে, প্রেসি রাইটিং এবং কম্পোজিশন, সময় বেলা ১২টা থেকে দুপুর ৩টে।
১৬ মার্চের পেপারে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি এসে/ প্রেসি রাইটিং এবং কম্পোজিশনস, সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা, এইদিনই থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পেপার, সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা।
১৭ মার্চের পেপারে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং অডিটিং পেপারের সময় দুপুর ২টো থেকে বিকেল ৫টা।
২১ মার্চ ম্যাক্রোইকোনমিক্স অ্যান্ড পাবলিব ফিনান্স, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, ইকোনমিক প্রিন্সিপলস অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস, সময় বেলা ১২টা থেকে দুপুর ৩টে।
রাজ্য বিদ্যুতে অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন
২২ মার্চের পেপারে থাকবে বিজনেস রেগুলেটারি ফ্রেমওয়ার্ক, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্ট্যান্সি, সময় বেলা ১২টা থেকে দুপুর ৩টে।
২৩ মার্চ থাকবে বিজনেস ম্যানেজমেন্ট, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সেসন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, সময় ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত (wbpsc exam date 2022)।