রাজ্যে ফুড সাব ইনস্পেক্টর নিয়োগ

5006
0
WBPSC Food SI Recruitment 2023

পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিসে ৪৮০টি শূন্যপদে সাব ইনস্পেক্টর নিয়োগ করা হবে। WBPSC Food SI Recruitment 2023

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ০৪/২০২৩।

বেতন: পে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ। বাংলা/ নেপালি ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কল্যানী এইমসে কর্মী নিয়োগ

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। মোট নম্বর ১০০, সময় দেড় ঘণ্টা। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোন্যালিটি টেস্ট নেওয়া হবে।

আবেদনের ফি: ১১০ টাকা সঙ্গে সার্ভিস চার্জ। রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

আবেদনের পদ্ধতি: https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুর ৩টে পর্যন্ত।

কোড নম্বর সহ পরীক্ষাকেন্দ্র: কলকাতা (১১), বারুইপুর (১২), ডায়মন্ড হারবার (১৩), ব্যারাকপুর (১৪), বারাসাত (১৫), হাওড়া (১৬), চুঁচুড়া (১৭),

বর্ধমান (১৮), দুর্গাপুর (১৯), মেদিনীপুর (২০), তমলুক (২১), বাঁকুড়া (২২), পুরুলিয়া (২৩),

ঝাড়গ্রাম (২৪), সিউরি (২৫), কৃষ্ণনগর (২৬), বহরমপুর (২৭), মালদা (২৮), বালুরঘাট (২৯), রায়গঞ্জ (৩০),

ইন্ডিয়ান নেভিতে ট্রেডসম্যান মেট

জলপাইগুড়ি (৩১), আলিপুরদুয়ার (৩২), কোচবিহার (৩৩), শিলিগুড়ি (৩৪), কালিম্পং (৩৫), দার্জিলিং (৩৬)। WBPSC Food SI Recruitment 2023

অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন