রাজ্যের স্কুলগুলিতে নিয়োগ

822
0
WBPSC Headmaster Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল এডুকেশন দপ্তরে ৩৮টি শূন্যপদে হেডমাস্টার ও হেডমিস্ট্রেস নিয়োগ করা হবে। WBPSC Headmaster Recruitment 2024

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বরঃ ০৬/২০২৪।

শূন্যপদঃ হেডমাস্টারঃ ৩৬, হেডমিস্ট্রেস ২।

আবেদনের পদ্ধতিঃ https://psc.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৭ মে ২০২৪ তারিখ দুপুর ৩টে পর্যন্ত। ‘

যোগ্যতা, বেতন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত উপরোক্ত ওয়েবসাইট থেকে জাানা যাবে। WBPSC Headmaster Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আর্মিতে ৩০ ইঞ্জিনিয়ার

এসএসসির মাধ্যমে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ