মিসলেনিয়াস সার্ভিস আবেদন শুরু

schedule
2023-10-04 | 10:01h
update
2023-10-04 | 10:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজামিনেশন ২০২৩-এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক, WBPSC Miscellaneous Recruitment 2023

সচিবালয়, অধিকার ও অন্যান্য দপ্তরগুলিতে বেশ কয়েকশো অফিসার নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: ১১/২০২৩।

যে সমস্ত পদে নিয়োগ হবে সেগুলি হল: ১) অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার,

২) ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার/ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার,

৩) ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার/ ব্যুরো ইয়ুথ অফিসার,

৪) ব্লক ওয়েলফেয়ার অফিসার/ ওয়েলফেয়ার অফিসার,

৫) ইনস্পেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার

৬) অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার (অ্যাডমিনিস্ট্রেটিভ)

ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতAMP

৭) অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ৮) কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস

৯) ইনস্পেক্টর অব এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ১০) কনজিউমার ওয়েলফেয়ার অফিসার

১১) সেভিংস ডেভলপমেন্ট অফিসার ১২) ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট লেবার সার্ভিস

Advertisement

১৩) অডিটর অব কো-অপারেটিভ সোসাইটিস ১৪) অ্যাসিস্ট্যান্ড অডিটর, বোর্ড অব রেভিনিউ

১৫) এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন ১৬) লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন

১৭) অ্যাসিস্টান্ট কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস ১৮) ইনভেস্টিগেটিং ইনস্পেক্টর ১৯) রেভেনিউ ইনস্পেক্টর এবং অন্যান্য পদ।

যোগ্যতা: স্নাতক বা সমতুল। বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি ভাষীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।

অষ্টম শ্রেণি পাশে কলকাতা পুলিশে চাকরিAMP

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩৯ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৮৪ থেকে ১ জানুয়ারি ২০০৩)।

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: পোস্ট সংখ্যা ১ থেকে ১১-র ক্ষেত্রে মূল বেতন ৩২১০০-৮২৯০০ টাকা।

বাকি পদগুলির মূল বেতন ২৮৯০০-৭৫৫০০ টাকা। সবক্ষেত্রেই মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা আছে।

কাটোয়া কলেজে লেকচারার নিয়োগAMP

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি ধাপে— প্রিলিমিনারি পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা।

আবেদনের ফি: ১৬০ টাকা। বাড়তি সার্ভিস চার্জ। এই রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ তারিখ দুপুর ৩টে পর্যন্ত।

ব্র্যাকেটে কোড নম্বর সহ পরীক্ষাকেন্দ্র: কলকাতা (১১), বারুইপুর (১২), ডায়মন্ড হারবার (১৩), ব্যারাকপুর (১৪), বারাসাত (১৫),

হাওড়া (১৬), চুঁচুড়া (১৭), বর্ধমান (১৮), দুর্গাপুর (১৯), মেডিনীপুর (২০), তমলুক (২১), বাঁকুড়া (২২), পুরুলিয়া (২৩), ঝাড়গ্রাম (২৪),

এইমসে নার্সিং ইনস্ট্রাক্টর নিয়োগAMP

সিউরি (২৫), কৃষ্ণনগর (২৬), বহরমপুর (২৭), মালদা (২৮), বালুরঘাট (২৯), রায়গঞ্জ (৩০), জলপাইগুড়ি (৩১),

আলিপুরদুয়ার (৩২), কোচবিহার (৩৩), শিলিগুড়ি (৩৪), কালিম্পং (৩৫) এবং দার্জিলিং (৩৬)।

WBPSC Miscellaneous Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.05.2024 - 13:16:16
Privacy-Data & cookie usage: