পিএসসির ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার গ্রেড-এ ইন্টারভিউ অনলাইনে

850
0
WBPSC Clerkship Recruitment 2023

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিসে গ্রেড-‘এ’ অফিসার পদের জন্য যে ইন্টারভিউ আগামী ১ জুন থেকে হবার কথা তা ওইদিনই হবে,

তবে কোভিড পরিস্থিতির জন্য শারীরিক উপস্থিতিতে নয়, হবে অনলাইনে। কার কখন ইন্টারভিউ তা জানা যাবে কমিশনের ওয়েবসাইটে ( https://wbpsc.gov.in/Download?param1=20210524151457_DICO_Notice.pdf&param2=advertisement) দেওয়া বিজ্ঞপ্তিতে (Memo No. 227 PSC (Selection)/1S-30/2019 Date: 22.05.2021)।