Site icon জীবিকা দিশারী

নার্সিং কলেজে প্রফেসর, অ্যাসিঃ প্রফেসর নিয়োগ

St. Xaviers College Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীন আসানসোলের নার্সিং কলেজে ১৭ জন প্রিন্সিপাল, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও টিউটর নিয়োগ করা হবে (wbpsc recruitment 2022)।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। সবকটি পদের ক্ষেত্রেই নিচের যোগ্যতার মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২২।

শূন্যপদ, যোগ্যতা, বয়স, বেতন: প্রিন্সিপাল: শূন্যপদ ১, নার্সিংয়ে এমএসসি সঙ্গে অন্তত ১৫ বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊধ্র্বসীমা ৫৫ বছর। বেতন ৯৫১০০-১৪৮০০০ টাকা।

প্রফেসর কাম ভাইস প্রিন্সিপাল: শূন্যপদ ১, নার্সিংয়ে এমএসসি সঙ্গে অন্তত ১২ বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। বেতন ৬৭৩০০-১৭৩২০০ টাকা।

অ্যাসোসিয়েট প্রফেসর: শূন্যপদ ২, নার্সিংয়ে এমএসসি সঙ্গে অন্তত ৮ বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। বেতন ৬৭৩০০-১৭৩২০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: শূন্যপদ ৩, নার্সিংয়ে এমএসসি সঙ্গে অন্তত ৫ বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর। বেতন ৫৬১০০-১৪৪৩০০ টাকা।

টিউটর: শূন্যপদ ১০, নার্সিংয়ে এমএসসি অথবা বিএসসি নাসিং সঙ্গে দু বছরের টিচিং অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর। বেতন ৩৫৮০০-৯২১০০ টাকা।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: টিউটর পদের ক্ষেত্রে আবেদনের ফি ১৬০ টাকা, অন্যান্য পদের ক্ষেত্রে ২১০ টাকা।

সবক্ষেত্রেই আবেদনের ফি এর সঙ্গে বাড়তি জিএসটি ও সার্ভিস চার্জ। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত।

অন্যন্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (wbpsc recruitment 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version