Site icon জীবিকা দিশারী

রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ৪৮ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

St. Xaviers College Recruitment 2024

পশ্চিমবঙ্গের সরকারি ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি কলেজগুলিতে ৪৮ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে (wbpsc recruitment)৷

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন৷ Advertisement No. 7/2021.

বিষয় অনুযায়ী শূন্যপদ: সেরামিক টেকনোলজি: ১, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৩,

ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৮, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ১, ইনফরমেশন টেকনোলজি: ৩,

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৩, টেক্সটাইল টেকনোলজি: ৩, টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানজেমেন্ট: ৩৷

বেতনক্রম: ১৫৬০০-৩৯১০০ টাকা সঙ্গে গ্রেড পে ৬০০০ টাকা৷

যোগ্যতা: সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস বিই/ বিটেক এবং এমই/ এমটেক৷ বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে, নেপালি ভাষীদের ক্ষেত্রে বাংলা জনার বিষয়টি প্রযোজ্য নয়৷

বয়স: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ২১০ টাকা সঙ্গে জিএসটি ও সার্ভিস চার্জ৷ পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই ফি দেওয়া যাবে৷ অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে ২৯ জুলাই পর্যন্ত এবং অফলাইনে আবেদনের ফি দেওয়া যাবে আাগামী ৩০ জুলাই পর্যন্ত তবে চালান জেনারেট করতে হবে ২৯ জুলাইয়ের মধ্যে৷

আবেদনের পদ্ধতি: https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত৷ পরীক্ষা/ ইন্টারভিউয়ের তারিখ সম্পর্কে বিস্তারিত সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে (wbpsc recruitment)৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন

 

কোন কোন সরকারি চাকরির আবেদন চলছে দেখতে ক্লিক করুন

 

Exit mobile version