পিএসসির পরীক্ষার তারিখ

1816
0
Primary TET Practice Set

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি নোটিস জারি করে বেশ কিছু পরীক্ষার তারিখ জানানো হয়েছে (wbpsc upcoming exam dates)৷

১. ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট (বিজ্ঞপ্তি নম্বর ১১/২০২০), ওয়েস্টবেঙ্গল লেবার ডিপার্টমেন্ট: পরীক্ষা হবে ২৭ নভেম্বর ২০২১ তারিখ৷

২. অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেনডেন্ট, নন মেডিক্য্যাল (বিজ্ঞপ্তি নম্বর ৩৩/২০১৯), ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট: পরীক্ষা হবে ২৭ নভেম্বর ২০২১ তারিখ৷

৩. জিও-ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট (বিজ্ঞপ্তি নম্বর ৩৮/২০১৯), স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট: পরীক্ষা হবে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ৷

৪. ডিস্ট্রিক্ট অর্গানাইজার অব ফিজিক্যাল এডুকেশন (বিজ্ঞপ্তি নম্বর ৬/২০২০), স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট: পরীক্ষা হবে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ৷

৫. স্কুল টিচার (বিজ্ঞপ্তি নম্বর ৯/২০২০), ভিক্টোরিয়া বয়েস স্কুল, কার্শিয়াং: পরীক্ষা হবে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ৷

সবকটি পরীক্ষার ক্ষেত্রেই সময় একই, দুপুর ৩টে থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত৷ www.wbpsc.gov.in ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত৷ পরীক্ষার তারিখ সংক্রান্ত সম্পূর্ণ নোটিসটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে (wbpsc upcoming exam dates)৷