ডব্লুবিএসইডিসিএল-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের চূড়ান্ত ফল

1173
0
daily current affairs

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ পর্ষদের (wbsedcl) অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর MPP/2019/03 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিকাল, মেকানিকাল ও আইটি পদের সফল প্রার্থীদের নাম ও রোল নম্বরের তালিকা প্রকাশিত হয়েছে।

আগামী ১৭ মে, ২০২১ থেকে জয়েনিংয়ের প্রক্রিয়া শুরু হবে।জয়েনিং প্রক্রিয়ার কাজ হবে সেমিস্টার হল ২, বিদ্যুৎ ভবন, অষ্টম তল, ব্লক ডি, বিধাননগর, সেক্টর ২, কলকাতা ৯১ ঠিকানায়।
চূড়ান্ত ফল জানার লিঙ্ক: ক্লিক করুন