রাজ্যবিদ্যুতে ১৯৮ ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান নিয়োগ

1153
0
wbsetcl recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ১৯৮ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (wbsetcl recruitment 2023),

জুনিয়র এগজিকিউটিভ, জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিস এগজিকিউটিভ এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি নিয়োগ করা হবে।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরঅ্যান্ডএ): ১০, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স): ২৫, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটিঅ্যান্ডসিএস): ৬,

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ২০, জুনিয়র এগজিকিউটিভ (এফঅ্যান্ডএ): ১১, জুনিয়র এগজিকিউটিভ (স্টোরস): ১১,

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ৩০, অফিস এগজিকিউটিভ: ৬০, টকনিশিয়ান গ্রেড থ্রি: ২৫।

আরও খবর

ইপিএফওতে ২৮৫৯ শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ

 

রাজ্যে মাধ্যমিক যোগ্যতায় ১৪২০ লেডি কনস্টেবল নিয়োগ

 

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: https://www.wbsetcl.in/  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ এপ্রিল থেকে ১৯ মে ২০২৩ তারিখ পর্যন্ত। যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ২৬ এপ্রিল থেকে জানা যাবে, এছাড়া আমাদের পোর্টালেও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে (wbsetcl recruitment 2023)।