এসএসসির চেয়ারম্যানকে সরাসরি আদালতে হাজিরার নির্দেশ হাইকোর্টের

877
0
ssc, ssc tet, ssc Upper Primary Tet, Upper Primary Result

স্কুল সার্ভিস কমিশনের ( wbssc) চেয়ারম্যানকে সরাসরি আদালতে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলে আদালত সূত্রে খবর।

গত ২৯ জুন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়ার কথা রয়েছে এ মাসেই। ইন্টারভিউ প্রার্থীদের তালিকা প্রকাশের কয়েকজন প্রার্থী এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তালিকায় অস্বচ্ছতা রয়েছে এই অভিযোগ এনে মামলা করা হয়।

ইতিমধ্যে আদালত এই নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে । শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন কমিশন ‘ অপদার্থ ‘ বলেও ভর্ৎসনা করতে শোনা যায় বিচারপতিকে। এমনকি এই কমিশনকে খারিজ করার কথাও শোনা যায়। সেই পরিপ্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যানকে এবার সরাসরি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।