আপার প্রাইমারি ( Upper Primary) নিয়ে হিয়ারিং এর জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলো রাজ্য স্কুল সার্ভিস কমিশন ( WBSSC)। আগামী ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত যাঁদের হিয়ারিং এ ডাকা হবে তাদের তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।
স্কুল সার্ভিস কমিশন এর আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল, ১০ আগস্ট থেকে জমা পড়া প্রায় ২৫ হাজার অভিযোগের হিয়ারিং চালু করবে। সেই অনুযায়ী ধাপে ধাপে অভিযোগ যাচাইয়ের কাজ শুরু করা হল। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহের হিয়ারিং এর কাজ শেষ হলেই পরবর্তী অভিযোগকারীদের তালিকা প্রকাশ করা হবে।
অভিযোগকারীরা এসএসসি ওয়েবসাইট থেকে হিয়ারিং এর জন্য কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন। অভিযোগ যাচাই পর্ব হবে দ্বিতীয় ক্যাম্পাস, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ডিকে ৭/২, সেক্টর ২, সল্টলেক, কলকাতা – ৭০০০৯১ এ।
কল লেটার ডাউনলোড লিঙ্ক : ক্লিক করুন
আগামী সপ্তাহের হিয়ারিং এর জন্য অভিযোগকারীদের তালিকা : ক্লিক করুন