স্থগিতাদেশ উঠলো, দ্রুত আপার প্রাইমারির নিয়োগ শেষ করার নির্দেশ

869
0
school service Picture

উচ্চ প্রাথমিকের ( Upper Primary) ওপর আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়া হল। শুক্রবার কলকাতা হাইকোর্টে ছিল এসএসসি (wbssc) নিয়ে মামলার শুনানি। হাইকোর্ট এসএসসির তালিকা প্রকাশের বিষয়টিতে সন্তুষ্ট হয়ে স্থগিতাদেশ তুলে নেয়। খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

গত সপ্তাহে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছিল আদালত। নতুন করে মেধা তালিকা প্রকাশের পরই আদালতের নির্দেশ মত তালিকায় প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর সহ যথাযথ তথ্য না থাকায় স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। গতকালই এসএসসি আলাদা করে পাঁচটি তালিকা প্রকাশ করে। তারই পরিপ্রেক্ষিতে আদালত আজ স্থগিতাদেশ তুলে নেয়।

গতকাল তালিকা প্রকাশের পর যাঁদের কোন অভিযোগ আছে, তারা আগামী ২ সপ্তাহের মধ্যে ই – মেল করে বা সরাসরি এসএসসি অফিস গিয়ে তাঁদের অভিযোগ জানতে পারবেন। তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে। অভিযোগ জমা পরার পর তিন মাসের মধ্যে অভিযোগকারীদের উত্তর দিতে হবে এসএসসিকে। তারপরেও অসন্তুষ্ট হলে প্রার্থী মামলা করতে পারবেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় আর যাতে দেরি না হয়, সে জন্য এসএসসিকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে, ২০১৬ সাল থেকে যেহেতু এই সংক্রান্ত মামলা চলছে, নিয়োগ আটকে রয়েছে, তাই পরীক্ষার্থীদের ৫ বছর বয়সের ছাড়ের কথা জানিয়েছে। তবে এ সংক্রান্ত কোন নির্দেশ দেওয়া হয়নি। যেহেতু সময় বিলম্ব হয়েছে, তাদের ৫ বছর বয়সের ছাড় দেওয়া যায় কিনা, সেটা এসএসসিকে খতিয়ে দেখার জন্য জানানো হয়েছে।

 

জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি