পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

548
0
WBUAFS Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটি অব অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্সে চুক্তির ভিত্তিতে ইয়াং প্রফেশনাল নিয়োগ করা হবে। WBUAFS Recruitment 2024

মেমো নম্বরঃ WBUAFS/DREF/Res/DT/01/429/2024.

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

যোগ্যতাঃ ডেয়ারি মাইক্রোবায়োলজি/ ফুড মাইক্রোবায়োলজি/ এফএসকিউএ/ এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি/

জেনারেল মাইক্রোবায়োলজি/ অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি/ লাইফ সায়েন্স মাইক্রোবায়োলজিতে স্পেশ্যালাইজেশন সহ মাস্টার ডিগ্রি।

ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ফিল্ডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ভারতীয় বায়ুসেনাতে অগ্নিবীর নিয়োগ

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৪২০০০ টাকা।

ইন্টারভিউ হবে ১৫ জুলাউ ২০২৪ তারিখ বেলা ১২টায়।

ইন্টারিভউ কেন্দ্রের ঠিকানাঃ The office of the Director, Directorate of Research, Extension and farms (DREF), WBUAFS, 37, K.B. Sarani, belgachia, Kolkata- 37.

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রণামপত্রাদির স্ব-প্রত্যিয়ত জেরক্স এবং অরিজিনাল, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটো ছবি ও আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। WBUAFS Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ