ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার তারিখ ঘোষণা 

744
0
WBPSC, PSC Results, PSC Exam

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (West Bengal Public Service Commission) মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, ২০১৯ পরীক্ষার তারিখ ঘোষণা করা হল।  পেপার ১ ও পেপার ২ পরীক্ষা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি যথাক্রমে সকাল ৯টা থেকে ১২টা এবং বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত। পেপার ৩ ও পেপার ৪ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে সকাল ৯টা থেকে ১২টা এবং বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত। পেপার ৫ হবে আগামী ১ মার্চ, ২০২১ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত। অপশনাল পেপারের পরীক্ষা নেওয়া হবে আগামী ৩, ৪ ও ৫ মার্চ।

বিজ্ঞপ্তি দেখে যাবে : ক্লিক করুন

WBPSC, Public Service Commission