পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউণ্টস পরীক্ষার মাধ্যমে ৩৬ নিয়োগ

schedule
2022-02-08 | 11:34h
update
2022-02-08 | 12:03h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে অডিট এন্ড অ্যাকাউণ্টস সার্ভিস, ২০২১ (WB Audit and Accounts Service) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 12/2021. রাজ্যের অর্থ দপ্তরে মোট ৩৬ টি পদে অডিট অ্যান্ড অ্যাকাউণ্টস সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

শূন্যপদ : ৩৬টি শূন্যপদ রয়েছে যার মধ্যে নতুন ভ্যাকান্সি ২৯ (অসংরক্ষিত ১৬, এসসি ৬, এসটি ২, ওবিসি-এ ২) এবং ব্যাকলগ ৭ টি ভ্যাকান্সি রয়েছে।

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক উত্তীর্ন হতে হবে বা ইনস্টিটিউট  অব চাটার্ড একাউন্ট্যান্ট অব ইন্ডিয়া/ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্ট অব ইন্ডিয়ার সদস্য হতে হবে বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ/পিজিডিএম থাকলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

Advertisement

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৩৬ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় আছে।

বেতনক্রম : পে লেভেল ১৬ অনুযায়ী, ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ এবং অন্যান্য ভাতা।

আবেদন : ৭ ফেব্রুয়ারি, ২০২২ থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে ২৭ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, ২০২২ এবং অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২২। পিএসসি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকলে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাবে https://wbpsc.gov.in/ওয়েবসাইট থেকে। আবেদন ফি ২১০ টাকা, এসসি, এসটি, পিএইচ প্রার্থীদের আবেদন ফি লাগবে না ।

পরীক্ষার সিলেবাস –

প্রিলিমিনারি পরীক্ষা : ইংলিশ কম্প্রিহেনশন ৫০, জেনারেল নলেজ ৪০, কনস্টিটিউশন অব ইন্ডিয়া ৩৫, বিজনেস অ্যান্ড ম্যাথমেটিক্স ৩৫, অ্যাকাউন্টেন্সি ও কস্টিং ৪০ মিলিয়ে মোট ২০০ নম্বর।

মেইন পরীক্ষা : কম্পালসারি পেপার (ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ-কারেন্ট এফেয়ার্স, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অডিটিং) ৫০০, অপশনাল পেপার ৩০০ সবমিলিয়ে মোট ৮০০ নম্বর।

পার্সোনালিটি টেস্ট : ২০০ নম্বর।

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন এখানে

অনলাইন আবেদন লিঙ্ক : ক্লিক করুন এখানে

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 23:06:13
Privacy-Data & cookie usage: