ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ২০১৯ চূড়ান্ত ফল প্রকাশিত

2385
0
SSC Constable Notification

ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ২০১৯ পদের  জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হয়েছে।

প্রার্থীরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও ডেট অব বার্থ দিয়ে ফলফল চেক করে নিতে পারবেন। প্রার্থীদের একটি তালিকাও আগামী ২১ অক্টোবর থেকে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।­­­­­

ফলাফল চেক করে নেওয়ার লিঙ্ক: http://wbpolice.gov.in/WBP/Common/WBP_View_Result.aspx?RecId=20190004&NotId=292

 

WB Police, WB Police Constable