প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল

400
0
West Bengal HS Result 2023

পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। মাধ্যমিকে কলকাতা তেমন মেধা তালিকায় তেমন নজর কাড়তে না পারলেও উচ্চমাধ্যমিকে সেই আশা পূরণ করেছে। West Bengal HS Result 2023

উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে কলকাতা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত মোট নম্বর ৫০০-র মধ্যে ৪৯৬।

তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন।

পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন।

কলকাতা বন্দরে ইঞ্জিনিয়ার নিয়োগ

মোট পাশের হার ৮৯.২৫। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশ করেছেন ৮৭.২৬ জন।

উল্লেখ্য, এ বার মেধা তালিকার পরথম দশে রয়েছেন ৮৭ জন পরীক্ষার্থী। পাশের হারে জেলাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে পুর্ব মেদিনীপুর। ১১টি জেলায় পাশের হার ৯০ শতাংশরও বেশি

৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন দুজন। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ এবং দক্ষিণ দিনাজপুরের আবু সামা।

মাধ্যমিক যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক

৪৯৪ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসবয়া সাহা এবং আলিপুর দুয়ারের পিয়ালি দাশ।

আগামী বছর কবে পরীক্ষা হতে চলেছে। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনির্ভাসিটিতে নিয়োগ

শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। আগামী বছরের পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। শেষ হবে ৩টে বেজে ১৫ মিনিটে।

রেজাল্ট দেখতে ক্লিক করুন

 

West Bengal HS Result 2023