Site icon জীবিকা দিশারী

পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

WB Govt Job Vacancy

Courtesy: India Tv News


রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল আরবান হেলথ মিশনে ৬৭ জন পাবলিক হেলথ অফিসার নিয়োগ করা হবে (west bengal job vacancy 2021)।

রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2021/237. বাছাই প্রার্থীর পোস্টিং রাজ্যের যে কোনো মিউনিসিপ্যালিটি/ মিউনিসিপ্যাল কর্পোরেশনে হবে।

শূন্যপদের বিন্যাস: ৬৭ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ৮, ওবিসি এ ১০, ওবিসি বি ৪, শারীরিক প্রতিবন্ধী ৪)।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩৫০০০ টাকা।

যোগ্যতা: ১) ডেন্টাল/ নার্সিংয়ে স্নাতক

অথবা লাইফ সায়েন্সে মাস্টার ডিগ্রি (লাইফ সায়েন্সের মধ্যে বটানি, জুলজি, হিউম্যান ফিজিওলজি, মাইক্রো বায়োলজি,

বায়োকেমিস্ট্রি, বায়ো টেকনোলজি, বায়োইনফরমেটিক্স)/ ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি

অথবা সোশ্যাল সায়েন্সে স্নাতক সঙ্গে পাবলিক হেলথ/ কমিউনিটি হেলথ/ প্রিভেনশন অ্যান্ড সোশ্যাল মেডিসিনে মাস্টার।

অথবা যে কোনো শাখায় স্নাতক সঙ্গে হিউম্যান রিসোর্স/ হেলথ কেয়ারে এমবিএ।

২) কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেটের ব্যবহার জানতে হবে।

হেলথ প্রোগ্রাম ম্যানেজমেন্টে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন (west bengal job vacancy 2021)।

ভাইজাগ স্টিলে অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের কম্পিউটার টেস্ট নিয়ে অন্তিম পর্বের প্রার্থী বাছাই হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Exit mobile version