Site icon জীবিকা দিশারী

বালুরঘাট মিউনিসিপালিটিতে ২০ হেলথ ওয়ার্কার

Howrah Govt Job, WB Govt Jobs, Asha Kormi

বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পে এই নিয়োগ। সাম্মানিক দেওয়া হবে মাসে ৩১২৫ টাকা। বিজ্ঞপ্তি নম্বর – 2142/G-8, Dated: 06.09.2018।

শূন্যপদ: মোট ২০টি পদে নিয়োগ করা হবে।

যোগ্যতা, বয়সসীমা: এই পদের জন্য বিবাহিত/বিবাহ বিচ্ছিন্না/পতিহীনা মহিলারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে মিউনিসিপ্যালিটির এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। বয়স হতে হবে ১ জুলাই ২০১৮ তারিখের হিসাবে ২৫-৩৫ বছর।

নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের দিন নিজের প্রয়োজনীয় সমস্ত নথির (বাসস্থান, সচিত্র পরিচয়পত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট) নিজের অ্যাটেস্টেড কপি, পাসপোর্ট মাপের ফটো নিয়ে যেতে হবে। সাধারণ কাগজে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে উদ্দেশ করে একটি আবেদনপত্রও নিয়ে যাবেন। আবেদনপত্রে নিজের পুরো ঠিকানা, মোবাইল নং, ওয়ার্ড নং উল্লেখ করতে হবে।

প্রমাণুপত্রাদি যাচাইয়ে তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে  ওয়ার্ড নম্বর ১,২,৩,৪-এর প্রার্থীদের, বেলা ১২.৩০ থেকে ৫, ৬, ৭,৮ নং ওয়ার্ডের প্রার্থীদে,  বেলা ২টো থেকে ওয়ার্ড নম্বর ৯, ১০, ১১, ১২ এবং ১৩ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ওয়ার্ড নম্বর ১৩, ১৪, ১৫, ১৬, বেলা ১২.৩০টা থেকে ওয়ার্ড নম্বর ১৭, ১৮, ১৯, ২০ এবং বেলা ২টো থেকে ওয়ার্ড নম্বর ২১, ২২, ২৩, ২৪ ও ২৫-এর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ: ১৪ সেপ্টেম্বর ওয়ার্ড নং ১-১২ এবং ১৫ সেপ্টেম্বর ওয়ার্ড নং ১৩-২৫-এর বাসিন্দাদের।  ইন্টারভিউ স্থল: 2nd Floor, Balurghat Pouro Hospital & Matrisadan, Balurghat, Dakshin Dinajpur  ঠিকানায় প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরপর ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়: Subarnatat, Poura Bhawan, Balurghat Municipality.

এই বিজ্ঞপ্তি সহ বিস্তারিত বিবরণ পাবেন এই ওয়েবসাইটে:

http://www.ddinajpur.nic.in/notice/2018/100918-ENOT-1.pdf

 

West Bengal Jobs, South Dinajpur Jobs, Jobs in West Bengal

Exit mobile version