জুডিশিয়াল সার্ভিসের পার্সোন্যালিটি টেস্টের তারিখ

973
0
SSC CHSL Exam Date

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার (২০২১) পার্সোন্যালিটি টেস্টের তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে (west bengal judicial exam)।

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি নোটিস জারি করে পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সিটেট-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার খবরটি দেখতে ক্লিক করুন

পরীক্ষা হবে ২০ থেকে ২৩ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। পরীক্ষা হবে দুটি সিফটে, প্রথম সিফট সকাল ১১টা থেকে আর দ্বিতীয় সিফট দুপুর ২টো থেকে।

https://wbpsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার তারিখ, প্রার্থীদের নাম ও সময় দেখতে পাওয়া যাবে (west bengal judicial exam)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন