Site icon জীবিকা দিশারী

রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে নিয়োগ

WB Job vacancy 2024

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীম শিল্প পর্ষদে চুক্তির ভিত্তিতে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার নিয়োগ করা হবে। West Bengal Khadi & Village Industries Board Recruitment

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এই মুহূর্তে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

বয়সঃ ১ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৬০-৬৪ বছরের মধ্যে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২৫০০০ টাকা।

যোগ্যতাঃ অ্যাকাউন্ট্যান্সির জ্ঞান সহ বিকম/বিএসসি/এমএসসি পাশ।

কেবলমাত্র সরকারি/ আধা সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন।

ইন্টারভিউয়ের দিন ও ঠিকানাঃ ইন্টারভিউ হবে ১৬ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১১টায়।

যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। সঙ্গে নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্রও নিয়ে যেতে হবে। West Bengal Khadi & Village Industries Board Recruitment

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

স্বাস্থ্যদপ্তরে কর্মী নিয়োগ

অষ্টম শ্রেণি যোগ্যতায় পূর্ব বর্ধমানে নিয়োগ

Exit mobile version