ডেটা এন্ট্রি অপারেটর, বেতন ১৬০০০

1931
0
West Bengal Nursing Council

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেমে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। West Bengal Nursing Council

এই মুহূর্তে ১১ মাসের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে, পরবর্তীকালে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আইআইটি খড়গপুরে ড্রাইভার, নার্স নিয়োগ

বেতন: প্রতি মাসে বেতন ১৬০০০ টাকা।

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপ জানতে হবে।

চিত্তরঞ্জন হাসপাতালে স্নাতক যোগ্যতায় সুপারভাইজার

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ২৩ জুন সকাল ১১টায়।

গ্রাফিক ডিজাইনার নিয়োগ

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: West Bengal Nursing Council, DF Block, Salt Lake City, Purta Bhawan, 3rd Floor, Room No. 301, Kolkata- 700091

ইন্টারভিউয়ের দিন সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের একটি ছবি এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন