রাজ্য আবগারি পুলিশ কনস্টেবল পরীক্ষার আনসার কি প্রকাশ

2466
0
WB Excise Constable

গত রোববার  অনুষ্ঠিত হল রাজ্য পুলিশের আবগারি পুলিশ কনস্টেবল (West Bengal Police Constable), লেডি কনস্টেবল পদের জন্য পর্যায়ের পরীক্ষা। সোমবার রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে প্রশ্নপত্র সহ আনসার কি (Answer Key) প্রকাশ করে দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের  প্রশ্নসেট অনুযায়ী আনসার কি মিলিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে আনসার কি সংক্রান্ত কোন জিজ্ঞাস্য বা অভিযোগ থাকলে তা সরাসরি রিক্রুটমেন্ট বোর্ডকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট বোর্ডকে ই-মেল মারফত অভিযোগ যাবে।  অভিযোগ জানানোর জন্য ই-মেল আইডি হল wbprb10@gmail.com।

বিস্তারিত প্রশ্নপত্র সহ আনসার কি দেখে নেওয়ার লিঙ্কক্লিক করুন এখানে