রাজ্য পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলির ফলপ্রকাশ

835
0
Result, PSC Result, WB Police Result

রাজ্য পুলিশ (West Bengal Police) রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্য পুলিশে কনস্টেবল / মহিলা কনস্টেবল  (Constable/Lady Constable) পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অব বার্থ দিয়ে ফলাফল চেক করে নিতে পারেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের জেলা বেছে নিতে হবে, এরপর অ্যাপ্লিকেশন সিরিয়ল নম্বর এবং ডেট অব বার্থ দিয়ে সাবমিট করলে ফলাফল দেখে নেওয়া যাবে।

ফলাফল দেখার জন্য ওয়েবসাইটটি হল : ক্লিক করুন এখানে