রাজ্য পুলিশে কনস্টেবল / লেডি কনস্টেবল নিয়োগ, বিস্তারিত বিজ্ঞপ্তি শীঘ্রই

1494
0
SSC Constable Notification

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police) মাধ্যমে কনস্টেবল, লেডি কনস্টেবল (Constable / Lady Constable Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। বিজ্ঞপ্তি নম্বর: 01/2021/WBPRB

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর। এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কালিম্পঙ ও দার্জিলিঙের স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি প্রাথীদের বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এনভিএফ, হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কলকাতার টাঁকশালে ৫৪ সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট

আবেদন: আগামী ২২ জানুয়ারি থেকে অনলাইন/অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২১। অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২১।

বিস্তারিত শূন্যপদ সহ অন্যান্য তথ্য শীঘ্রই জানানো হবে আমাদের ওয়েবসাইটে।

আমাদের টেলিগ্রাম চ্যানেল TELEGRAM

West Bengal Police, WB Police Recruitment, WB Police Constable