রাজ্য পুলিশে সাব- ইন্সপেক্টর আবেদনে পদ বাছাইয়ের সুযোগ

1287
0
Admit card download

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট (West Bengal Police Recruitment) বোর্ডের মাধ্যমে (বিজ্ঞপ্তি নম্বর ২০২১/৩ SI /LSI -২০) সাব-ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের আবেদন পত্রে পোস্ট বাছাইয়ের সুবিধা বেওয়া হচ্ছে। আগামী ৯ মার্চ, ২০২১ থেকে ২৩ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত ওয়েবসাইটে আবেদন পত্রের এই সংযোজনের জন্য লিংক খুলে দেওয়া হবে।

প্রাথীরা নিজেদের অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অব বার্থ দিয়ে নিজেদের প্রোফাইলে লগ ইন করতে পারবেন।  আবেদন জানানো হয়ে যাওয়ার পর সেই আবেদন পত্রের একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/NOTICE_SW_SI%20&%20LSI.pdf

West bengal police SI recruitment, SI Police