পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক ২৩৫৭ শূন্যপদের ফল প্রকাশ

1639
0
Gramin Dak Sevak, Postal Result, Gramin Dak sevak result

পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক পদের (West Bengal Postal Circle) ফল প্রকাশিত হয়েছে। ডাক বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ সার্কেল ৩-এর ২০২১-২২ গ্রামীণ ডাক সেবক পদের (West Bengal Gramin Dak Sevak) চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

মোট ২৩৩৬ জন সফল প্রার্থীদের নাম সহ পদের নাম, হেড অফিস, ব্রাঞ্চ অফিস জেলা সহ বিস্তারিত তালিকা পোস্টাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। এই পদের জন্য গত ২২ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল। মোট শূন্যপদ ছিল ২৩৫৭ টি ।

বিস্তারিত ফলাফল দেখে নেওয়ার লিঙ্ক : ক্লিক করুন এখানে