পশ্চিমবঙ্গ সার্কেলে ১২৪ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান

4527
0
Postman recruit

ভারতীয় ডাকবিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের (West Bengal Postal Circle) জন্য একাধিক বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত খেলোয়াড় কোটায় (Sports Quota) পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং এসিস্টেন্ট এবং পোস্টম্যান পদের জন্য নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – Rectt/R-8/PA-SA/DQ(Sports)/2021. যে কোন ভারতীয় নাগরিকদের মধ্যে মেরিটোরিয়াস স্পোর্টসপার্সনরা নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ :  পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ৫১ টি পদ, শর্টিং অ্যাসিস্ট্যান্ট ২৫ টি পদ এবং পোস্টম্যান ৪৮ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা :

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট – স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। জয়েনিংয়ের আগে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স লাগবে। এছাড়া তাঁকে রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে বা ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড বা অল ইন্ডিয়া স্কুল গেম ফেডারেশনের আয়জিত খেলায় অংশগ্রহণ থাকতে হবে। বয়সসীমা : এই পদের জন্য বয়স লাগবে ২৪ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

পোস্টম্যান – স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। জয়েনিংয়ের আগে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স লাগবে। এছাড়া তাঁকে রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে বা ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড বা অল ইন্ডিয়া স্কুল গেম ফেডারেশনের আয়জিত খেলায় অংশগ্রহণ থাকতে হবে।  এছাড়াও প্রার্থীর বৈধ লাইট ভেহিকেল বা টু হুইলার লাইসেন্স থাকতে হবে। স্থানীয় ভাষা বিশেষত বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়সসীমা : এই পদের জন্য বয়স লাগবে ২৪ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম – পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ২৫,৫০০ থেকে ৮১,১০০ এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা। পোস্টম্যান পদে জন্য ২১,৪৭০০ থেকে ৬৯,১০০ এবং তার সাথে অন্যান্য ভাতা।

আবেদন – যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ২৪ ডিসেম্বর, ২০২১। আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির এটাস্টেড কপি দিতে হবে। আবেদনের পত্রের সঙ্গে আবেদন ফি হিসাবে জমা দেওয়া চালানের অংশটি জমা দিতে হবে। আবেদন ফি ১০০ টাকা। যে কোন কম্পিউটারাইজ্ড পোস্টঅফিসে চালান জমা দেওয়া যাবে (CPMG WB CIRCLE SPORTS National E-BILLER ID No. 0000070146)। এসসি/এসটি ও মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না। আবেদন পত্র, চালান কপি ও প্রয়োজনীয় নথি শ সমস্ত কিছু রেজিস্টার্ড বা স্পিড পোস্টে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা – The Assistant Director of Postal Service (Recruitment), Office of the Chief Postmaster General, West Bengal Postal Circle, P-36, C.R Avenue, Yogayog Bhawan, Kolkata – 700012.  আবেদন পত্রের নমুনা সহ বিস্তারিত বিজ্ঞপ্তি, খেলোয়াড় কোটা সম্বন্ধিত বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাবে ওয়েবসাইট থেকে।

আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক – ক্লিক করুন এখানে

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে –  ক্লিক করুন এখানে