ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নিয়োগ

1190
0
West Bengal State University

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনির্ভাসিটিতে প্রোজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। West Bengal State University

পারিশ্রমিক: প্রতি মাসে ৩১০০০ টাকা।

রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় বনসহায়ক

যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ লাইফ সায়েন্সের যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট। নেট/ গেট পাশ করে থাকতে হবে।

তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, এই মুহূর্তে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, বছর শেষে পারফরমেন্স রিভিউ দেখে পরবর্তী বছরের চুক্তি হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ

ইন্টারভিউ হবে ১৩ জুন ২০২৩ তারিখ সকাল ১১টায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জুলজি ডিপার্টমেন্টে।

এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে shamee.zoology@wbsu.ac.in –এ যোগাযোগ করতে পারেন।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

West Bengal State University

 

কলকাতা ট্রপিক্যালে ল্যাব টেকনিশিয়ান

কলকাতার সায়েন্স সিটিতে ট্রেনি