পুলিশ সাব-ইনস্পেক্টর ২০১৯ পার্সোন্যালিটি টেস্ট ২২ ফেব্রুয়ারি থেকে 

1188
0
WBP SI Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট (West Bengal Sub Inspector) বোর্ডের মাধ্যমে সাব-ইনস্পেক্টর, ২০১৯ পদের পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ থেকে রাজ্যের ৬টি রেঞ্জে ইন্টারভিউ গ্রহণ করা হবে। প্রেসিডেন্সি রেঞ্জ (আরক্ষ ভবন) আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি; প্রেসিডেন্সি রেঞ্জ (ব্যারাকপুর)-এ ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি; মুর্শিদাবাদ রেঞ্জ (বহরমপুর) ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি; মেদিনীপুর রেঞ্জ (পশ্চিম মেদিনীপুর) ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি, বর্ধমান রেঞ্জ (পূর্ব বর্ধমান) ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি, জলপাইগুড়ি রেঞ্জ (শিলিগুড়ি) ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পার্সোন্যালিটি টেস্ট গ্রহণ করা হবে।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি, ২০২১ থেকে ওয়েবসাইটে কল লেটার আপলোড করে দেওয়া হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি : ক্লিক করুন

West Bengal Police, West Bengal Sub Inspector Result