পশ্চিম মেদিনীপুর জেলায় ডিআরডিসির অধীনে চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিয়োগ, পরে প্রয়োজন ও সন্তোষজনক পারদর্শিতার ভিত্তিতে মেয়াদ বাড়তে পারে।
শূন্যপদ: – অ্যাকাউন্ট্যান্ট ১, এলডিএ কাম টাইপিস্ট ২, ডেটা এন্ট্রি অপারেটর ১, গ্ৰুপ ডি ২টি পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা : –
অ্যাকাউন্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক। কম্পিউটার প্রফিশিয়েন্সি সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসাবে ধরা হবে। বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৩৭ বছর। বেতন ২১৪৪৮ টাকা।
এলডিএ কাম টাইপিস্ট: কোনো বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা সমতুল পাশ, ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩০টি এবং বাংলায় ২০টি শব্দর স্পিড থাকতে হবে। কম্পিউটার প্রফিশিয়েন্সি সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসাবে ধরা হবে। বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৩৭ বছর। বেতন ১৭২৫৭ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর: স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে হায়ার সেকেন্ডারি বা সমতুল পাশ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স, ৬০০০ কি ডিপ্রেশন প্রতি ঘন্টা থাকতে হবে। কম্পিউটার প্রফিশিয়েন্সি সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসাবে ধরা হবে। বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৩৭ বছর। বেতন ১৭২৫৭ টাকা।
গ্ৰুপ ডি: স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ, বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর। কম্পিউটার বেসিক নলেজ থাকা বাঞ্ছনীয়। বেতন ১৩৭৬০ টাকা।
সবক্ষেত্রেই ন্যূনতম বয়সসীমা ১৮ বছর। তপশিলি প্রভৃতি প্রার্থীদের জন্য নিয়মানুযায়ী বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি— আগামী ২৪ সেপ্টেম্বর, ২০১৮ থেকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর, ২০১৮।
পরীক্ষা পদ্ধতি—
অ্যাকাউন্ট্যান্ট: ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৩০ নম্বরের কম্পিউটার পরীক্ষা, ২০ নম্বরের ইন্টারভিউ।
এলডিএ কাম টাইপিস্ট: ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৩০ নম্বরের কম্পিউটার পরীক্ষা, ২০ নম্বরের ইন্টারভিউ।
ডেটা এন্ট্রি অপারেটর: ৪০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার পরীক্ষা, ২০ নম্বরের ইন্টারভিউ।
গ্ৰুপ ডি: ৩০ নম্বরের লিখিত পরীক্ষা, ২০ নম্বরের ইন্টারভিউ।
আবেদন করতে হবে অনলাইনে। একজন কেবল একটিই আবেদন করবেন। আবেদনের লিঙ্ক:
https://www.paschimmedinipur.gov.in/node/699
West Medinipur Jobs, Jobs in West Bengal, Govt Jobs in West Bengal