ওয়েস্টার্ন কোলফিল্ডসে অ্যাপ্রেন্টিস

547
0
SECL Recruitment 2024

ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ৩১৬ জন গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ১০১, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: ২১৫।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি কোর্স (বিই/ বিটেক/ এএমআইই) এবং NATS পোর্টালে নাম নথিভুক্ত থাকতে হবে।

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মাইনিং ইঞ্জিনিয়ারিং বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বা মাইন সার্ভেয়িংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা এবং NATS পোর্টালে নাম নথিভুক্ত থাকতে হবে। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

স্টাইপেন্ড: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ট্রেনিংয়ের সময়সীমা: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর।

বিশ্বভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো

আবেদনের পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এরপর www.westerncoal.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনব করতে হবে।

রাজ্যে ১৫০০ হেলথ অফিসার নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন